গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

bmtv new No Comments

গফরগাঁও(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে রায়হান(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৬টার দিকে ব্রহ্মপুত্র নদীর তলদেশ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে দুপুর আড়াইটা নাগাদ অন্য শিশুদের সাথে ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু রায়হান নিখোঁজ হয়। নিহত রায়হান উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ জানান, ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে এক শিশু রায়হান নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে বিকেল ৬টার দিকে শিশু রায়হানের মরদেহ ব্রহ্মপুত্রের তলদেশ থেকে উদ্ধার করে।