করোনা সচেতনতামূলক সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মসিকের

করোনা সচেতনতামূলক সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মসিকের

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত করোনা সচেতনতামূলক সাংষ্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, মসিক সচিব রাজীব কুমার সরকার, কাউন্সিল সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, প্রতিযোগি জিলা স্কুলের ছাত্র অর্ণব সরকার ও কেবি স্কুলের ছাত্র মুবাশ্শিরা রাইয়ান।
এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। ২৪ জুলাই থেকে শুরু হওয়া অনলাইন এ প্রতিযোগিতায় রচনা, কুইজ ও বিতর্কে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।