You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। প্রায় লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মাদকও উদ্ধার করা হয়েছে।
এসআই(নিঃ) মোঃ তাইজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ভাবখালী এলাকা হতে মারামারিনিয়মিত মামলার আসামী মোহাম্মদ হেলাল (৪৮) পিতা-মৃত দলিল উদ্দিন, সাং-ভাবখালী, আক্তার হোসেন (৫৫), পিতা মৃত মোয়াজ্জেম হোসেন, সুলতান মিয়া (৩০), পিতা মৃত আব্দুল জলিল, সর্বসাং-ভাবখালী কাচারী বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
র্যাব-১৪ এর একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্ত¡র এর সামনে হতে দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে আসামী মাজহারুল ইসলাম(২০), পিতা-আবুল কালাম, ২। মোঃ রাজিব(১৯), পিতা-সুরুজ খান, ৩।মোঃ সজিব খান(১৯), পিতা-মৃত চাঁন মিয়া খান, সর্ব সাং-টিলাটিয়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন। আসামীদের নিকট হতে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী চাকু, যার বাটসহ লম্বা ১১.৫ (এগার দশমিক পাঁচ) ইঞ্চি, যার একপাশ ধারালো, যাহা হালকা মরিচাযুক্ত ও ০৩টি মোবাইল উদ্ধার করা হয়। মামলাটি এসআই(নিঃ)শারমিন জাহান শাম্মী তদন্ত করছেন।
এসআই(নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম ব্রীজ রোডস্থ জয় বাংলা চত্বরের সামনে হতে মাদক ব্যবসায়ী টিটু (৩৭), পিতা-মোঃ দুলাল ইসলাম ওরফে আদনা, মাতা-নাজমা বেগম, সাং-জুবলী রোড,(থানাঘাট কলোনী, ফারুক কমিশনারের বাড়ীর পাশে), রফিকুল ইসলাম হক রানা (২৫), পিতামৃত-শেখ ইদ্রিস আলী, সাং-কাশর জেল রোড, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে ০৭(সাত)পুটলা হেরোইন, ওজন ০৭(সাত)গ্রাম, মূল্য ৭০,০০০/-(সত্তর হাজার)টাকা। উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মোঃ তাইজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর উনারপাড় সাকিনস্থ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হতে উত্তর দিকে জনৈক ইয়াসীন আহম্মেদ এর চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গায় হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইব্রাহীম খলিল (৪৬), পিতামৃত-আব্দুল কুদ্দুস, মাতা-ভাটি ঘাঘরা, উজানপাড়া, আলমগীর হোসেন (২৬), পিতা-মোঃ হাসেম আলী, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-ভাটিপাড়া, দাশপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে ৫০০(পাঁচশত)গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা এবং ০১টি সিম্পনী বাটন মোবাইল উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর দিঘারকান্দা এলাকা হতে দস্যুতা প্রস্তুতি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১আনোয়ারুল ইসলাম দিলিপ (২৬), পিতামৃত-জালাল মিয়া, সাং-আকুয়া সিকদারবাড়ী, মার্কেট সংলগ্ন,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।