ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করলেন -মুসুল্পীরা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  আজ সকাল ৮টায় ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম ঈদের প্রধান জামাত শুরু হয়। ইমাম সাহেব নামাজের নিয়ত করে দুহাত বাঁধার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। হাজার হাজার মুসুল্পীরা খোলা আকাশের নীচে বৃষ্টিতে ভিজে পুরো রাকাত নামাজ আদায় শেষ হওয়ার সাথে বৃষ্টি কমে যায়। এমন বৃষ্টিতে জায়নামাজ ও শরীর ভিজে টইটুম্বর হলেও তারা ঠিকই ঈদুল ফিতরের নামাজ আদায় পিছ পা হননি।।  মুসল্লিদের  দৃঢ়তার সাথে নামাজ আদায় করলেন।

ঝড়-বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল এক দিন আগে থেকেই। ঈদের সকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ময়মনসিংহের প্রধান জামাতে অংশ নিতে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঢল নামে মুসল্লিদের। নামাজ শুরু হবার আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে ওঠে।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় ঈদের নামাজে জেলার প্রধান এই ঈদগাহে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মো. এনামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এরপর বৃষ্টির মধ্যেও কোলাকুলির চিরায়ত দৃশ্য ছিল ঈদ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। সব ভেদাভেদ ও দুঃখ-কষ্ট ভুলে ভেজা শরীরেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

এদিকে এ মাঠেই সকাল সোয়া ৯টার দিকে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঐতিহ্যবাহী বড় মসজিদ, মার্কাস মসজিদ, ময়মনসিংহ সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলায় প্রায় আড়াই হাজার মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।