ময়মনসিংহে পুলিশের গুলিতে পা হারানো নেতাদের বিএনপির আর্থিক সহায়তা প্রদান

ময়মনসিংহে পুলিশের গুলিতে পা হারানো নেতাদের বিএনপির আর্থিক সহায়তা প্রদান

May 5, 2022 101 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো যুবদল ও ছাত্রদলের নেতাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পা হারানো দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরীফ হাসান ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন। এসময় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামীম আজাদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, সিনিয়র সহসভাপতি যুবদল রিয়াজুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, যুবদল নেতা শাহেদ আলী মানিক ও জাহাঙ্গীর আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ##

সাম্প্রতিক