মুক্তাগাছার আরব এগ্রো ফার্ম হতে ১৬টি গরু ডাকাতি ঘটনা উদঘাটন, গ্রেফতার-৫

image

You must need to login..!

Description

মতিউল আলম  মুক্তাগাছার আরব এগ্রো ফার্ম হতে ১৬টি গরু ডাকাতি ঘটনা উদঘাটন করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ।  ডাকাতির সাথে জড়িত ৫কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হচ্ছেন, বগুড়ার ধনুটের রাব্বানী হোসেন (২৮), ঢাকা ধামরাইয়ের শহিদুল ইসলাম (২৮), সিরাজগঞ্জ সদরের মাসুদ রানা (৩২), পাবনার আতাইকুলার সবুজ হোসেন (২২) ও টাঙ্গাইলে ঘাটাইলের হুমায়ুন কবির (৩৪)। তাদের তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০১টি প্রাইভেটকার, ১টি তালা কাটার ‌‌‌‍‍“কাটার মেশিন”, ০৩টি চাকু, ৬ টকুরা রশি, ১টি কেচি, ২টি ত্রিপল ও হাসিল বই উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৭ সেপ্টেম্বর’২০, ২২/২৩ জনের অজ্ঞাত ডাকাত দল মুক্তাগাছা আরব এগ্রো ফার্মে দারোয়ানদের হাত, পা বেঁধে ১৬টি গরু (২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা মূল্যের) ডাকাতি করে নিয়ে যায়।  উক্ত ঘটনায় মুক্তাগাছা থানায় একটি ডাকাতি মামলার রুজু হয়। ময়মনসিংহ মুক্তাগাছা থানার মামলা নং-২৫, গত ২৮ সেপ্টেম্বর ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড । পুলিশ সুপার আহমার উজ্জামান মামলাটি গুরুত্ব দিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি ডিবি কর্তৃক তদন্তকালে স্বল্প সময়ে একটানা অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে এবং ঘটনায় জড়িত ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ০৩ জন আসামী বিজ্ঞ ০২নং আমলী আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত ১০ অক্টোবর ঢাকা, সাভার, পাবনা ও সিরাজগঞ্জ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার