উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে পিকআপে নাচানাচির জন্য জরিমানা

উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে পিকআপে নাচানাচির জন্য জরিমানা

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ঈদের দুপুর থেকে পিকআপে উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে ২০/২৫ টি পিকআপে নাচানাচি করছিল উচ্ছৃঙ্খল যুবক। বুধবার (৪ মে) রাত ১০ টার দিকে তিনটি পিকআপ আটক করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৫ মে) প্রতি পিকআপকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিম। পরে তাদের কাছ থেকে মুচলেকা রেখে গাড়ীগুলো ছেড়ে দেন।

তিনটি পিকআপ আটক করার পর থেকে পিকআপে উচ্চশব্দে ডিজে গান বাজানো পিকআপ চলাচল বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিম জানান, তিনটি পিকআপ আটকের পর আপাতত পিকআপে উচ্চশব্দে ডিজে গান বাজানো বন্ধ হয়ে গেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ঐ কর্মকর্তা।