সিএনজি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সিএনজি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নেওয়াজ আহম্মেদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  শুক্রবার সকালে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেওয়াজ আহম্মেদ ইসলামপুর বাজারের খাবার হোটেল ও মিষ্টি ব্যবসায়ী (মুসলিম হোটেল) স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নেওয়াজ শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে মিষ্টি আনার জন্য সিএনজি নিয়ে ইসলামপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।