You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জুয়াড়ি সহ ২৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জুয়াড়িসহ ২৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, অভিযান চালিয়ে কোতোয়ালীর সুতিয়াখালী ডুকিপুড়া বাজারস্থ জনৈক মানিক এর জমি হতে তাস দিয়া জুয়া খেলার অপরাধে ৬জন আসামীকে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে নগদ ৮১০/- (আটশত দশ) টাকা যার মধ্যে ১০০/-টাকার নোট ০৩টি, ৫০/-টাকার নোট ০৪টি, ২০/- টাকার নোট ১২টি, ১০/-টাকার নোট ০৯টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বায়ান্ন) টি তাস যার প্রতিটি তাসের কভার পৃষ্ঠায় গাড়ী ও মোটরসাইকেল ও কাচের বোতলের ছবি উদ্ধার করা হয়। জুয়াড়ীরা হলেন, কোতোয়ালীর সুতিয়াখালী, ডুকিপাড়া সংলগ্ন কুড়–তলার শাহীন (৩০), উজান ঘাগড়া, কসাইবাড়ীর আব্দুল আজিজ (৪২), সুতিয়াখালী শিমুলতলীর মোহাম্মদ আলী (৩০), বড়বিলার পাড়, বেলতলীর সাহেব আলী মিয়া(৩৫) সুতিয়াখালী জেলেপাড়ার অজয় (১৯) ও ঈশ্বরগঞ্জ থানা মরিচারচরের শাহজাহান(৩৫), ।
এসআই (নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আকুয়া মধ্যপাড়া হামেদ আলী রোডস্থ জনৈক মোঃ আব্দুল মান্নান এর বাড়ীর সামনে ফাঁকা জায়গা হতে ৩জন মাদক ব্যবসায়ী আকুয়া চুকাইতলার মোঃ আকাশ (২৭), পন্ডিতপাড়া (টাউন হল), মোঃ রাসেল (৩৪), আকুয়া হামিদ আলী রোডের মোঃ মজনু (৪৫) কে গ্রেফতার করেন। আসামীদের নিকট হতে সর্বমোট ৩৩(তেত্রিশ)টি নেশা জাতীয় Buprenorphine, Easium এবং Amaraim 2ml Injection যার সর্বমোট ওজন ৭২ মি.লি. যার আনুমানিক মূল্য অনুমান ৬,৬০০/-(ছয় হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে এএসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে কোতোয়ালীর বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প সাদেক মিয়ার চৌচালা ঘরের ভিতর হতে জুয়া খেলার অপরাধে ৬জন আসামীকে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে নগদ ৫৩০/- (পাঁচশত ত্রিশ) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৩টি, ৫০/-টাকার নোট ০৩টি, ২০/-টাকার নোট ০৪টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বায়ান্ন) টি তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন বলাশপুর আবাসন এলকার মোঃ সাদেক আলী (৪৫), ফরিদ মিয়া (৪৩), আঃ জালাল (৪০), বাপ্পি মিয়া (৩৫) উমেদ আলী (৪৫), মনির মিয়া (৩৮),।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আসামী বরিয়ানের মোঃ হাতেম আলী(৫৫), এরশাদ আলী ওরফে আশেদ আলীকে (বর্তমান ঠিকানা-দুলাল বাড়ীর চর) কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আলতাফ আলী রোডস্থ ভিকটিম রায়হান(২৫)এর মনিহারী দোকানের সামনে হতে নিয়মিত মামলার আসামী আকুয়া ইসলামিয়া একাডেমী রোড, মাজহারুল ইসলাম মিন্টু (১৯)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পুরাতন অন্যান্য মামলার আসামী পুটিয়ালির ,আব্দুল আলিম (৩৫) কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কামাল হোসেন সংগীয় ফোর্স সহ পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে কোতোয়ালীর টাউন হল মোড় হতে ইটাখলা রোডের শরীফ (৪০), ও শ্রী সুজন চৌহান (২৮),কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই হারুনুর রশিদ সিআর সাজা, এসআই ফারুক সিআর বডি, এএসআই হুমায়ুন, এএসআই ইলিয়াছ, এএসআই মিজানুর প্রত্যেককে ০১টি করে জিআর বডি তামিল করেন। জিআর বডি ৩জন হলেন কৃষ্টপুর, (দৌলতমুন্সী রোড, নিউ কলোনী), নাজির হোসেন, চর ঈশ্বরদিয়া বড়বাড়ী, মোঃ রানা, পাটগুদামের আনোয়ার হোসেন, সিআর সাজা বিজয়নগর উত্তরপাড়ার ,মোঃ সুমন মিয়া ওরফে দেলোয়ার,সিআর বডি ১৬৭/১,চরপাড়া প্রাইমারী স্কুল রোড ফরহাদ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।