মানুষকে ভালো রাখার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবেঃ মসিক মেয়র টিটু

মানুষকে ভালো রাখার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবেঃ মসিক মেয়র টিটু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সকল সীমাবদ্ধতাকে কাটিয়ে মানুষকে ভালো রাখার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ১৯ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন মহানগরী গড়তে ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনায় এ প্রকল্প ময়মনসিংহ সিটিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তবে, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে খেয়াল রাখতে হবে তা যেন টেকসই হয়।

আজ বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।

মেয়র জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ তলা নগরভবন, শেখ রাসেল শিশু পার্ক, নতুন বাস টার্মিনাল ও ট্রাক স্ট্যান্ড এর প্রস্তাবনা দ্রুতই অনুমোদন হবে বলে আশা করা যাচ্ছে। এতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামগ্রিক নাগরিকসেবার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ সহ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন পর আজ রোববার সশরীরে অফিস করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীগণ মেয়রকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।


পরবর্তীতে মেয়র কাউন্সিলর- কর্মকর্তা- কর্মচারিগণের সাথে মতবিনিময় করেন। মেয়র তার অসুস্থতাকালীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পাদনে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেয়র আশা করেন, এ টিমওয়ার্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।