নিখোঁজের দুদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের দুদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার

BMTV Desk No Comments

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ

ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জের মরিচারচর উত্তরপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।

এসময় লাশের পরিচয় পারভেজ মোশাররফ বলে শনাক্ত করেন স্বজনরা। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে পারভেজকে নৃশংসভাবে হত্যার পর নদে ফেলে যায় দুর্বৃত্তরা।

এদিকে, স্বজনরা বলছে, শুক্রবার রাতে মোবাইল করে পারভেজকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে। নিহত পারভেজ মরিচারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।