You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের ব্যার্থতায় সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির ফলে চরম জনদূর্ভোগ সৃস্টি হয়েছে। জনদূর্ভোগ সৃস্টিকারী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, ব্যার্থ, গনবিরোধী, জনদূর্ভোগ সৃস্টিকারী সরকার হটাতে সকলকে আন্দোলনে সামিল হতে হবে।
এমরান সালেহ প্রিন্স গতকাল দিনব্যাপী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি গতকাল সকালে ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, দুপুরে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গাছুয়াপাড়া, চাড়ুয়াপাড়া বাজার,বিকেলে গামাড়িতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে গণ সংযোগকালে পথসভা, মতবিনিময় সভায় এবং সন্ধ্যায় ধোবাউড়া বাউল সংঘকে বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সদ্যপ্রয়াত সভাপতি আব্বাস উদ্দিনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে সমবেদনা জানান। ধোবাউড়া বাউল সংঘ সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে বাউল সঙ্গীত পরিবেশন করে।এমরান সালেহ বাউল সংঘকে বাদ্যযন্ত্র বেহালা উপহার প্রদান করেন।
এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক, হাবিবুর রহমান হাবিব, ওয়াহেদ তালুকদার, আবুল হাশিম,যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সাবেক চেয়ারম্যান গাজীউর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা আহ্বায়ক ইমরান হোসেন,কৃষক দলের উপজেলা আহ্বায়ক নয়ন মন্ডল,যুগ্ম আহ্বায়ক কাছুম উদ্দিন, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ্, ছাত্র দলের উপজেলা আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।