ময়মনসিংহ বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে ১৩ অক্টোবর জেলা নাগরিক আন্দোলনের নানা আয়োজন

image

You must need to login..!

Description

নিজস্ব প্রতিবেদক, :
ময়মনসিংহ বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর জুবলী ঘাটস্থ জেলা নাগরিক আন্দোলনের কার্যালয়ে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথিসহ নাগরিক আন্দোলেনের নেতৃবৃন্দ অংশ নেবেন।

১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর জুবলী ঘাটস্থ ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের কার্যালয়ে ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও এক আলোচনা অনুষ্ঠানে জেলা নাগরিক আন্দোলনের সকল সদস্যগণকে অংশ নেয়ার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম আহবান জানিয়েছেন।

১৩ অক্টোবর রবিবার, ২০২০ ময়মনসিংহ বিভাগের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবীতে দীর্ঘ প্রায় ২৬ বছর আন্দোলন সংগ্রামের পর অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর এই চারটি জেলা সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা করেন।

উল্লেখ্য, ব্রিটিশ সরকার ১৭৮৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা এবং ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠা করে। ঢাকা বিভাগ প্রতিষ্ঠার ১৮৬ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার