পাবনা থেকে আব্দুল খালেক খানঃ পাবনা জেলার বিভিন্ন উপজেলা হতে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাগন সম্প্রতি পাবনার পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পুলিশ সুপার তাঁদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁদেরকে যার যার অবস্থান থেকে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার পরামর্শ দেন। ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান এর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।