বিএমটিভি নিউজ ডেস্কঃময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে জাকারিয়া ওরফে লালুকে (৪৫) গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী ভালুকা উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লালু জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহাম্মেদ বলেন,গ্রেফতার লালুকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এব্যাপারে শিক্ষার্থীর অভিভাবক থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কয়েক ঘণ্টা টানা অভিযান চালিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার করার পাশাপাশি ভিকটিমকে উদ্ধার করে।