You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ শুক্রবারের দিনভর ১৩মে গফরগাঁও উপজেলাসদরসহ ১৫টি ইউনিয়নে অসময়ে কালবৈশাখী বৃষ্টি ও ঝড়ের ফলে বোরো ফসলসহ নানান রকমের ফসলের চরম ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা । ফলে তাদের সংসারে ঘোর অন্ধকারে নেমে এসেছে । বিশেষ করে এখন আবহমান গ্রামবাংলা পুরোদমে চলছে বোরো ধান কাটার মৌসুম । বৃষ্টি ও ঝড়ের ফলে নিচু এলাকার অনেক ধান ক্ষেত তলিয়ে গেছে । বিগত কয়েক বছরের তুলনায় এ বারে বোরো ধান বাম্পার ফলন হয়েছিল । কিন্তু ভাগ্যের নিমর্ম পরিহাস কৃষকরা তাদের কাংখিত ফসল ঘরে উঠাতে পারছেনা অসময়ের বৃষ্টির ফলে । দৈনিক দিনমজুর (কামলার) খরচ ১ হাজার থেকে ১ হাজার ২শত টাকা । তার পরেও তিন বেলা খাবার দিতে হচ্ছে । অথচ চিকন ২৮/৪৯ ধান প্রতিমণ বিক্রি হচ্ছে ৭শত টাকা থেকে ৭শত ৫০টাকা । আর মোটা ধান প্রতিমণ ৬শত টাকা থেকে ৬শত ৫০টাকা । ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মুক্তিযোদ্ধা মোড়ের বাসিন্দা কৃষক মোঃ মুশির্দ মিয়া জানান , ভাইরে বড় আশা করে রোপন করে ছিলাম বোরো ধান । কিন্ত বৃষ্টি ফলে ধান ঘরে তুলে আনতে পারব কিনা বলা যাচ্ছে না । বোরো ফসল করতে যেয়ে বহু টাকা খরচ হয়েছে । বছরের মধ্যে প্রধান ফসল হচ্ছে বোরো ধান । এ ধান বিক্রি করে অনেকেই সারা বছর সংসার চলে । এ ছাড়া অন্যান্য শাকসবজিও ক্ষতি হয়েছে । বৃষ্টি না হলে কৃষকরা ভাল ভাবে বোরো ধান কেটে ঘরে তুলতে পারতো । আর ধানের মুল্যে ভাল পাওয়া যেত । অন্য দিকে শুক্রবার (১৩) দিনভর বৃষ্টির উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে দোকানপাট প্রায় বন্ধ রয়েছে । ফলে খেটে মানুষদের কষ্টের সীমা নেই । রিক্সাসহ নানান রকমের যানবাহনের চালকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ।