গফরগাঁওয়ে অসময়ে বৃষ্টির ফলে বোরো ফসলের ব্যাপক ক্ষতিঃ কৃষকরা দিশেহারা

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ শুক্রবারের দিনভর ১৩মে গফরগাঁও উপজেলাসদরসহ ১৫টি ইউনিয়নে অসময়ে কালবৈশাখী বৃষ্টি ও ঝড়ের ফলে বোরো ফসলসহ নানান রকমের ফসলের চরম ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা । ফলে তাদের সংসারে ঘোর অন্ধকারে নেমে এসেছে । বিশেষ করে এখন আবহমান গ্রামবাংলা পুরোদমে চলছে বোরো ধান কাটার মৌসুম । বৃষ্টি ও ঝড়ের ফলে নিচু এলাকার অনেক ধান ক্ষেত তলিয়ে গেছে । বিগত কয়েক বছরের তুলনায় এ বারে বোরো ধান বাম্পার ফলন হয়েছিল । কিন্তু ভাগ্যের নিমর্ম পরিহাস কৃষকরা তাদের কাংখিত ফসল ঘরে উঠাতে পারছেনা অসময়ের বৃষ্টির ফলে । দৈনিক দিনমজুর (কামলার) খরচ ১ হাজার থেকে ১ হাজার ২শত টাকা । তার পরেও তিন বেলা খাবার দিতে হচ্ছে । অথচ চিকন ২৮/৪৯ ধান প্রতিমণ বিক্রি হচ্ছে ৭শত টাকা থেকে ৭শত ৫০টাকা । আর মোটা ধান প্রতিমণ ৬শত টাকা থেকে ৬শত ৫০টাকা । ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মুক্তিযোদ্ধা মোড়ের বাসিন্দা কৃষক মোঃ মুশির্দ মিয়া জানান , ভাইরে বড় আশা করে রোপন করে ছিলাম বোরো ধান । কিন্ত বৃষ্টি ফলে ধান ঘরে তুলে আনতে পারব কিনা বলা যাচ্ছে না । বোরো ফসল করতে যেয়ে বহু টাকা খরচ হয়েছে । বছরের মধ্যে প্রধান ফসল হচ্ছে বোরো ধান । এ ধান বিক্রি করে অনেকেই সারা বছর সংসার চলে । এ ছাড়া অন্যান্য শাকসবজিও ক্ষতি হয়েছে । বৃষ্টি না হলে কৃষকরা ভাল ভাবে বোরো ধান কেটে ঘরে তুলতে পারতো । আর ধানের মুল্যে ভাল পাওয়া যেত । অন্য দিকে শুক্রবার (১৩) দিনভর বৃষ্টির উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে দোকানপাট প্রায় বন্ধ রয়েছে । ফলে খেটে মানুষদের কষ্টের সীমা নেই । রিক্সাসহ নানান রকমের যানবাহনের চালকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার