ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৫জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার বাঘমারা পুরাতন মেডিকেল গেইট নূর হোসেন এর চায়ের দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকার জিল্লুর রহমান (৩০)কে পাঁচ পুটলা হেরোইন, ওজন পাঁচ গ্রাম, মূল্য অনুমান পঞ্চাশ হাজার টাকা সহ গ্রেফতার করেন।

ইহাছাড়াও এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা ০১টি জিআর সাজাপ্রাপ্ত, এএসআই (নিঃ) নিজাম উদ্দিন, এএসআই(নিঃ)আমিনুল প্রত্যেকে ০১টি করে সিআর বডি এবং এসআই (নিঃ) ফারুক আহম্মেদ ০১টি জিআর বডি মোট ০৪টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।

জিআর সাজাপ্রাপ্ত ক্ষিতিশ রায় রোডের মানিক, সিআর বডি ভাটি বাড়েরার মোঃ সুমন, খাগডহরের গোলাম মোস্তফা, জিআর বডি কালীবাড়ী রোড, কুমার উপেন্দ্র বিদ্যাপাঠ উচ্চ বিদ্যালয়ের পিছনে রতন কুমার সাহা (৪১)।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।