You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গফরগাঁও থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শনিবার দিনভর (১৪ মে) অভিযান চালিয়ে সাজাঁ প্রাপ্ত আসামীসহ ৬জনকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করে । এরা হলেন, ৪নং সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের মোঃ আবদুছ সোবহানের ছেলে মোঃ মোস্তফা (৩৯) । গ্রেফতারকৃত অন্য আসামী হলেন ঃ বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের মোঃ মোঃ শামছু উদ্দিনের ছেলে মোঃ রিপন মিয়া (৪৪) ও একই গ্রামের মোঃ রিপন মিয়ার স্ত্রী মোছাঃ হোরেনা খাতুন (৩৫) ,সালটিয়া ইউনিয়নের রাঘাইচটি গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ কাওসার (২৬) ,শিলাসী গ্রামের মোঃ কদম আলীর ছেলে মোঃ রিফাত (২০) ও জালেশ্বর গ্রামের মোঃ আবদুছ ছালামের ছেলে মোঃ তোফাজ্ঝল হোসেন (৩৯) । তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে ।