গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৬

গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৬

bmtv new No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গফরগাঁও থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শনিবার দিনভর (১৪ মে) অভিযান চালিয়ে সাজাঁ প্রাপ্ত আসামীসহ ৬জনকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করে । এরা হলেন, ৪নং সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের মোঃ আবদুছ সোবহানের ছেলে মোঃ মোস্তফা (৩৯) । গ্রেফতারকৃত অন্য আসামী হলেন ঃ বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের মোঃ মোঃ শামছু উদ্দিনের ছেলে মোঃ রিপন মিয়া (৪৪) ও একই গ্রামের মোঃ রিপন মিয়ার স্ত্রী মোছাঃ হোরেনা খাতুন (৩৫) ,সালটিয়া ইউনিয়নের রাঘাইচটি গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ কাওসার (২৬) ,শিলাসী গ্রামের মোঃ কদম আলীর ছেলে মোঃ রিফাত (২০) ও জালেশ্বর গ্রামের মোঃ আবদুছ ছালামের ছেলে মোঃ তোফাজ্ঝল হোসেন (৩৯) । তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে ।