You must need to login..!
Description
পাবনা থেকে আব্দুল খালেক খান ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের ফাইভস্টার হোটেল মমইন বিনোদন জগতে ১৪২৯সালের“ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা”এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার টিএমএসএসের আজীবন সদস্য ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তহুরুননেছা মহিলা সংসদ প্রশিক্ষণ কেন্দ্রের সভানেত্রী ও বগুড়া জেলা প্রশাসকের পত্নী শামীমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া সদর এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ নূরুল ইসলাম,টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও বগুড়া জেলা মহিলা লীগের সভানেত্রী হেফাজত আরা মীরা, টিএমএসএস উপদেষ্টা আয়শা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডা.মোঃ মতিউর রহমান,পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান,মোঃ সহিদুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,সুধীজন ও টিএমএসএস’র উর্ধ্বতন কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ।
মেলায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও অন্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। মমইন বিনোদন জগতের বৈশাখী মেলায় এবছর প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাতা খেলা,লাঠি খেলা, গ্রাম্য সংস্কৃতি তুলে ধরা হয়। মেলা প্রাঙ্গনে দেশীয় খেলনা ও খাবারের দোকানের আয়োজন ছিল। মেলা প্রাঙ্গনে শহর ও গ্রামের মানুষের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন টিএমএসএসের কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।