স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়ী, সাজাপ্রাপ্ত আসামী ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) সুজন সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর মহজমপুর গ্রামস্থ জনৈক জইধর আলীর পতিত জমি হতে জুয়া খেলার অপরাধে ০৫জন জুয়াড়ীকে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে নগদ ৫৮০/- (পাঁচশত আশি) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৫ টি, ১০/-টাকার নোট ০৮ টি ও ০৪ বান্ডেল তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হচ্ছেন মহজমপুর গ্রামের জহিরুল (৩৪) ও সুমন মিয়া (১৯) রাঘবপুর গ্রামের মোহাম্মদ আলী (৩০), খলিলুর রহমান (৩৩) ও মজিবর রহমান (৫৫) ।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম ব্রীজ মোড় হতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ নেত্রকোনা পূর্বধলা উকুয়াকান্দার (সিদ্দিক মাষ্টারের বাড়ী সংলগ্ন),আসামী মোঃ অন্তর(১৯)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীরের এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চর ভবানীপুর গ্রামস্থ মোঃ মনির হোসেন (২৫)এর বসতঘরের উত্তর পার্শ্বে তার বর্গায় চাষকৃত জমি হতে মাদক ব্যবসায়ী চরভবানীপুর গ্রামের মনির হোসেন (২৫)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ২টি বড় কথিত মাদকদ্রব্য তাজা গাঁজার গাছ, যার মধ্যে ১টি গাছের ৫টি শাখাসহ লম্বা অনুমান ০৮ ফুট অপর গাছের ২টি শাখা যাহা উত্তোলনের সময় ০১টি শাখা গাছ হতে বিচ্ছিন্ন হওয়া যাহা লম্বা অনুমান ০৮ ফুট উদ্ধার করা হয়।
ইহাছাড়াও এসআই (নিঃ) আবুল কাশেম ১টি সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় রাঘবপুর, গ্রামের নেকবর আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।