ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ১২

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর(নিঃ) রাসূল সামদানী এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় হতে নিয়মিত মামলার আসামী ঈশ্বরগঞ্জ থানার নয়শিমুল গ্রামের শহিদুল্লাহ কায়সার (৪২), , এপি-কোতোয়ালীর সেহড়া মুন্সীবাড়ী (ডাঃ শরিফুল ইসলামের বাসার ভাড়াটিয়া), ও ফুলপুর সিংহেরশ্বর গ্রামের আনোয়ার হোসেন সুজন (৪০), এপি কোতোয়ালী,সাং-নিকুঞ্জ আবাসিক এলাকা পাটগুদামকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর হরিপুর চৌরাস্তার মোড় হতে নিয়মিত মামলার আসামী চর হরিপুর চৌরাস্তা মোড়ের মোঃ উসমান গনি(২২) কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্বরের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে দস্যুতা মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে কোতোয়ালীর পাটগুদাম দুলদুল ক্যাম্প,মোঃ রাজু মিয়া (৩০)কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জেসি গুহ রোডস্থ ঢাকা টেইলার্স এর সামনে হতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী আকুয়ার (হামিদ আলী রোড) রাজন (২৯)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০৫(পাঁচ) পুটলা হেরোইন, ওজন ০৫(পাঁচ) গ্রাম, মূল্য= ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার এলাকা হতে ধর্ষন মামলার আসামী মধ্যবাড়েরার পাড়ের রমজান আলী @ রঞ্জু @ অনিক (২৮)কে গ্রেফতার করেন।
ইন্সপেক্টর(নিঃ) ওয়াজেদ আলী এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকা হতে নিয়মিত মামলার আসামী ঈশ্বরগঞ্জ থানার সোহাগীর দেলোয়ার হোসেন(৩৭)কে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) আবুল কাশেম ০১টি সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা, এসআই অসীম কুমার দাস, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, এএসআই মাসুম রানা প্রত্যেকে ১টি করে জিআর মোট ৪টি জিআর এবং সিআর সাজা বডি তামিল করা হয়।

সিআর সাজা বডি চর হরিপুর গ্রামের আল মামুন তালুকদার, জিআর বডি ৪জন হলেন চর ভবানীপুর কোনাপাড়ার হাবি মিয়া (৪০), পাটগুদাম দুলদুল ক্যাম্প-এর রাজু মিয়া, মাসকান্দা নতুন বাজার, হাইস্কুল রোডের হানিফ মিয়া, -মাসকান্দা নতুন বাজার, হাইস্কুল রোড হানিফ মিয়া, গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার