You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৮০৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলার জয়দা এলাকায় মেসার্স খান ওয়েল মিলসে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান চালান। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৮০৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলার জয়দা এলাকায় মেসার্স খান ওয়েল মিলসে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান চালান। তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুক্তাগাছা উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ওয়েল মিলসে ৫ হাজার ৮০৪ লিটার সয়াবিন তেল মজুত পাওয়া যায়। আগের দামে কিনে বাজারে বিদ্যমান সংকটকালীন সময়েও তারা বেশি দামে তেল বিক্রি করেছে বলে স্বীকার করেছে।
এ কারণে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে মজুত করা তেল আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়।
এ ছাড়া কালিবাড়ি বাজারে দুইটি হোটেল ও দুইটি মুদির দোকানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।