May 19, 2022
78
No Comments

You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতিকে আটক করেছে র্যাব। তার নাম দেলোয়ার হোসেন সাঈদী।
বৃহস্পতিবার (১৯ মে) ভোরে তাকে সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করেছে র্যাব-৩।’
এদিকে একই অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে আটকের তথ্য শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।