স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় মাদক ব্যবসাযীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) দিদার আলম নেতৃত্বে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা সুর্বণচর থানার পূর্ব চর ভাটা এলাকা হতে পর্নোগ্রাফী মামলার আসামী জয়নাল আবেদীন জসিম (৩০) কে গ্রেফতার করা হয়েছে। সে হবিগঞ্জ জেলার বাহুবল থানার নন্দনপুর, গ্রামের -ক্বারী মোঃ মঈনুদ্দিননের পুত্র।
এসআই(নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বাগমারা মেডিকেল গেইটের মোঃ মঞ্জুরুল হকের চায়ের দোকানের সামনে হতে মাদক মামলার আসামী ৭৮-বি বাগমারা মেডিকেল গেইট এলাকার আরিফ হোসেন(৩০)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ৫ (পাঁচ) পুরিয়া কথিত হেরোইন, যাহার ওজন তিন গ্রাম, মূল্য ত্রিশ হাজার টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গাঙ্গীনারপাড়া মোড় হতে ননএফআইআর প্রশিকিউশনের আসামী
বড় কালিবাড়ী কবর খানা রোড এলাকার গনেশ হোড় (২৩)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ)সোহেল রানা ০১টি জিআর বডি তামিল করেন। ১০২/ডি, আকুয়া মাদ্রাসা কোয়াটার মেহেদী হাসান রিফাত গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।