খুলনা অঞ্চলে টিএমএসএসের কার্যঅগ্রগতি ও বাজেট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

খুলনা অঞ্চলে টিএমএসএসের কার্যঅগ্রগতি ও বাজেট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

bmtv new No Comments

উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান পিভিএম ।।বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-৬খুলনা ডোমেইনের অধীন যশোর জোনের যশোর ও ঝিনাইদহ অঞ্চল কর্তৃক আয়োজিত ০৯ টি শাখার মাঠ পর্যায়ের ঋণ আদায় কর্মীদের ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা,২০২২-২৩ অর্থ বছরের পরিকল্পনা ও বাজেট বিষয়ক কর্মশালা কালিগঞ্জ হাঙ্গার প্রকল্প অফিসের ট্রেনিং ভেন্যুতে ২০/৫/২২ তারিখ অনুষ্ঠিত হয়। টিএমএসএস যশোরের অঞ্চল প্রধান মোঃ আমিরুল ইসলাম ও ঝিনাইদহের অঞ্চল প্রধান মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি ডোমেইন প্রধান মোঃ আরিফু উর রহমান,যশোর জোনের জোন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় সংস্থার ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নের কৌশল আলোকপাত ও কর্মকৌশল নির্ধারণ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন। ডোমেইন প্রধান নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারন করতে কর্মীদের প্রতি আহবান জানান। তিনি সঞ্চয় ও ঋণী বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে কৌশল সমূহ সকলকে বুঝিয়ে দেন এবং সে অনুযায়ী বার্ষিক পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। বিশেষ অতিথি উপস্থিত কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। ত্রৈমাসিক ও বার্যিক লক্ষ্যমাত্রা অনুযায়ী সন্তোষজনক অর্জনের জন্য কিছু কর্মীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। কর্মশালায় যশোর ও ঝিনাইদহ অঞ্চলের ০৯ টি শাখার ৫০ জন মাঠ কর্মী অংশ নেয়।