স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহে সকালে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে বেলুন পায়রা উড়িয়ে র্যালি, অনুষ্ঠিত। পরে জেলা প্রশাসকের হল রুমে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ঘরে বসে ডিজিটাল সেবা গ্রহণ সম্পর্কে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ,এম রফিকুন্নবী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন ভূমি অপরাধ দমন আইন অচিরেই পাশ হচ্ছে জানিয়ে আরও বলেন আগের চেয়ে সাধারন মানুষ ভূমি সেবা পাচ্ছে।
বিশেষ অতিথি ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম বলেন ভূমি মন্ত্রনালয় ডিজিটাল সিস্টেম এ ভূমি সেবায় ব্যাপক পরিবর্তন এসেছে। ই নামজারী, ই -পর্চা প্রর্চা সহজেই পাচ্ছে। ডিজিটাল জরিপ কার্যক্রম দ্রত শূরু হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন জনবান্ধব ভূমিসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
ইতোমধ্যে দিনে দিনে জমির খতিয়ান প্রদান করা হচ্ছে। এর পর দুপরে ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এডিসি রাজস্ব পারভেজুর রহমান,ইউএনও সফিকুল ইসলাম, আরডিসি তরিকুল ইসলাম, এসিল্যান্ড সদর এইচ এম ইবনে মিজান সহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিল।