ময়মনসিংহের মাসকান্দায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ময়মনসিংহের মাসকান্দায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের মাসকান্দায় রফিকুল ইসলাম নামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। তার পিতার নাম নয়ন আলী। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, রফিকুল ইসলামের মেয়ের সাথে জনৈক রানুর ছেলের বিয়ে হয় রমজান মাসে। এ বিয়ে ছেলের মা রানু মেনে নেয়নি। রবিবার সন্ধ্যায় রানু তার দুই ভাই আনিসুর রহমান ও সাদ্দামকে সাথে নিয়ে এসে রফিকুল ইসলামকে উপর্যপরি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।
এক পক্ষ আরেক পক্ষকে মেনে না নেওয়ায় ঝগড়ার সূত্রপাত হয় এই ঝগড়াকে কেন্দ্র করে আজকে সন্ধ্যায় মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশে একটি দোকানের ভিতরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন আরো জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ ও হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব হয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।