টিএমএসএস পুষ্পপাড়া শাখা আকস্মিক পরিদর্শন করেন ডোমেইন প্রধান সাগর

টিএমএসএস পুষ্পপাড়া শাখা আকস্মিক পরিদর্শন করেন ডোমেইন প্রধান সাগর

BMTV Desk No Comments

উত্তরাঞ্চল পাবনা থেকে প্রতিনিধি ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া ২৫/৫/২২ তারিখ পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া এরিয়া শাখা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। শাখা পরিদর্শন পরবর্তী তিনি কর্মকর্তাদের সাথে ঋন বিতরন,আদায়,খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ের কলাকৌশল ও শাখার সার্বিক কার্যক্রম নিয়ে পর্যালোচনা এবং মতবিনিময় করেন।
টিএমএসএসের পুষ্পপাড়া শাখার প্রধান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক পিভিএম। প্রধান অতিথি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে যত্নশীল আচরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।পাশাপাশি ঋণের ঝুঁকিমুক্ত রাখার কলাকৌশল নিয়েও তিনি আলোচনা করেন।সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি আব্দুল খালেক পিভিএম কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের পুষ্পপাড়া শাখার কর্মকর্তা শ্রীমতী কামনা রানী, মোছাঃ রিতা খাতুন, মোছাঃ মাহফুজা বেগম,মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ আসলার প্রমুখ।