ঢাকায় বিদেশী দাতা সংস্থার প্রতিনিধির সাথে টিএমএসএসের কর্মকর্তাদের মতবিনিময়

ঢাকায় বিদেশী দাতা সংস্থার প্রতিনিধির সাথে টিএমএসএসের কর্মকর্তাদের মতবিনিময়

BMTV Desk No Comments

উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান ।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগমের নেতৃত্বে টিএমএসএসের একটি প্রতিনিধি দল বিদেশি দাতা সংস্থা রিসপস এবিলিটির সাথে ডিউ ডিলিজেন্স সভা গত ২৫/৫/২২ তারিখ ঢাকায় টিএমএসএসের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় উভয় সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময়কালে ড.হোসনে আরা বেগম কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি ঢাকার টিএমএসএসের প্রশিক্ষণ রুমে দুই সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্য উপরিউক্ত কথা গুলি বলেন। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি উপকার ভোগী সদস্যদের সাথে আচার আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। প্রফেসর ড হোসনে আরা বেগম সবাই কে নতুন অর্থ বছরে সংস্থার কর্মপরিধি সম্প্রসারণ করার জন্য আহবান জানান। তিনি বিদেশী দাতা গোষ্ঠির প্রতিনিধিদের সাথে সংস্থার বিভিন্ন সামাজিক ও চলতি কর্মসূচি নিয়ে আলোচনা করেন। ডিউ ডিলিজেন্স দাতা সংস্থার প্রতিনিধিদের মধ্যে রুদ্রাশীষ, শরদ ভেনু গোপাল ও টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।