উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান ।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগমের নেতৃত্বে টিএমএসএসের একটি প্রতিনিধি দল বিদেশি দাতা সংস্থা রিসপস এবিলিটির সাথে ডিউ ডিলিজেন্স সভা গত ২৫/৫/২২ তারিখ ঢাকায় টিএমএসএসের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় উভয় সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময়কালে ড.হোসনে আরা বেগম কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি ঢাকার টিএমএসএসের প্রশিক্ষণ রুমে দুই সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্য উপরিউক্ত কথা গুলি বলেন। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি উপকার ভোগী সদস্যদের সাথে আচার আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। প্রফেসর ড হোসনে আরা বেগম সবাই কে নতুন অর্থ বছরে সংস্থার কর্মপরিধি সম্প্রসারণ করার জন্য আহবান জানান। তিনি বিদেশী দাতা গোষ্ঠির প্রতিনিধিদের সাথে সংস্থার বিভিন্ন সামাজিক ও চলতি কর্মসূচি নিয়ে আলোচনা করেন। ডিউ ডিলিজেন্স দাতা সংস্থার প্রতিনিধিদের মধ্যে রুদ্রাশীষ, শরদ ভেনু গোপাল ও টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।