স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামীদকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ও পরোয়ানাভুক্তসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ঢাকা রেল গেইট এর পশ্চিম পার্শ্বে শাহজাহান পারভেজ এর বাড়ীর পশ্চিম পার্শ্বে হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী চর ঝাউগড়ার বাসার(১৯), ও চর কালীবাড়ীর মোঃ সাজ্জাদ (১৯), কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে একটি এ্যান্টি কাটার চুরি, ০২টি মোবাইল উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)রাশেদুল ইসলাম, এসআই(নিঃ)তাইজুল ইসলাম এএসআই(নিঃ)হযরত আলী, এএসআই(নিঃ)মাসুম রানা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৫টি জিআর বডি তামিল করেন।
জিআর বডি ৫জন হলেন নূরুল ইসলাম (৫৮), মোঃ আলম, মোঃ হানিফ মিয়া, মোঃ সিরাজ আলী, ও সুজন,।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।