ফুলবাড়ীয়ায় ব্রি ধান-৯২ জাতের মাঠ দিবস

ফুলবাড়ীয়ায় ব্রি ধান-৯২ জাতের মাঠ দিবস

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২০২১-২২ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলীগ্রামে ব্রি ধান-৯২ এর কৃষক মাঠ দিবসে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আবু হানিফ। কৃষি সম্প্রসারণের উপ পরিচালক মতিউজ্জামান এর সভাপতিত্বে ফুলবাড়ীয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার, জেলা মনিটরিং অফিসার রেজাউল বারী, তেলীগ্রাম ব্লকের উপ সহকারী কৃষি অফিসার একেএম গোলাম কিবরিয়া, রাকিবুল ইসলাম, গ্রুপ লিডার কৃষক মো. আ. হাই প্রমুখ।
মাঠ দিবসে ব্রি ধান-৯২ এর উৎপাদন, ফলন ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয় এবং কৃষকদের উদ্ধুদ্ধ করে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।