প্রায় কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন-মসিক-মেয়র টিটু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৪ নং ওয়ার্ডে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৩৭০ মিটার আরসিসি পাইপ ড্রেন এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সড়ক, ড্রেন ও অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় আজ বেলা ১১ টায় সানকিপাড়া সিনেমা হল থেকে এস এ সরকার রোড পর্যন্ত এই আরসিসি পাইপ ড্রেন এর নির্মাণ উদ্বোধন করেন মেয়র।

এ সময় মেয়র বলেন, আমাদের দৃষ্টি উন্নয়নের দিকে। একটি টেকসই ও আধুনিক নগরী নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সমস্ত নগরীব্যাপী সড়ক, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন চলমান আছে। এসব কাজ শেষ হলে নগরবাসী দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

উদ্বোধনকালে মসিকের প্যানেল মেয়র ০২ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান, ৪,৫ও৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিল শাম্মী আক্তার মিতু, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।