ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশেট (ডিবি) অভিযানে আধাকেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম মামুন মিয়া। শুক্রবার সকালে জেলার গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার সকালে ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুরে অভিযান পরিচালনা করে। এ সময় হাসনপুর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মামুন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।৷