You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে খুনের মামলার আসামী সহ ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় খুনের মামলার আসামীসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার কেওয়াটখালী এলাকা হতে খুন মামলার আসামী বয়ড়া বটতলা বাজারের জাফর আলীর পুত্র মোঃ সামির হোসেন (১৯), কে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার নতুন বাজার এলাকা হতে নারী ও শিশু মামলার আসামী নওমহল সরকার বাড়ী মসজিদ সংলগ্ন, এলাকার তানভীর আহম্মেদ সিহাব (২১)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালীর থানার ১০৬/৯ কালিবাড়ী রোড, পাটগুদাম জাকিরন হোসেন ওরফে সিজার এর বাসার সামনে হতে মাদক মামলার আসামী জাকির হোসেন ওরফে সিজার (৪২), -৪৩নং থানাঘাট, জুবলী রোডের মোঃ শরিফুল ইসলাম (৪১)কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এএসআই(নিঃ) হযরত আলী এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার পাটগুদাম ব্রীজ মোড় জয় বাংলা চত্বর এর সামনে হতে মাদক মামলার আসামী তারাকান্দা থানার বামনীকোনা পশ্চিমপাড়ার মোঃ শিপন মিয়া (১৯),কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ১৫০(একশত পঞ্চাশ)গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এএসআই(নিঃ) আজিজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার পাটগুদাম ব্রীজ মোড় জয় বাংলা চত্বর এর সামনে হতে মাদক মামলার আসামী তারাকান্দা থানার বামনীকোনা পশ্চিমপাড়ার বাদল মিয়া (২০),কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০০(একশত)গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার বরিয়ান এলাকা হতে অন্যান্য মামলার আসামী কোতোয়ালীর বরিয়ান, দুলালবাড়ীর চরের মোঃ ফরিদ মিয়া (২৬),কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ)আনোয়ার হোসেন থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি জিআর বডি তামিল করেন। কোতোয়ালী, বাঘমারা নাজমা ক্লিনিকের সামনে সানি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।