টাঙ্গাইলে টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করলেন পিকেএসএফ এর এমডি নমিতা হালদার 

টাঙ্গাইলে টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করলেন পিকেএসএফ এর এমডি নমিতা হালদার 

BMTV Desk No Comments

উত্তরাাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এমডি নমিতা হালদার টাঙ্গাইলে টিএমএসএসের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন  তিনি ২৮মে টাঙ্গাইলের মধুপুরে টিএমএসএসের গবাদি পশু প্রাণী সুরক্ষা সেবা কার্যক্রমের উপকারভোগী সদস্যদের কার্যক্রম পরিদর্শন করে তাদের সাথে  আলোচনা ও মতবিনিময় করেন।
টিএমএসএসের অপারেশন ২ ঢাকার ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এমডি নমিতা হালদার। তিনি সকল সদস্যদের কঠোর পরিশ্রম করে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করতে আহবান জানান। তিনি টিএমএসএসের কর্মপরিধি এলাকায় আরো সম্প্রসারণ করতে টিএমএসএসের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফেে জেনারেল ম্যানেজার একে এম নুরুজ্জামান,মধুপুর উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোমবার আলী খান এবং টিএমএসএসের পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান। সভায় দারিদ্র দূরীকরণে পিকেএসএফ ও টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। পিকেএসএফের এমডি নমিতা হালদার টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সরকারি দপ্তরের বিভিন্ন পযার্য়ের কর্মকতা,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।