স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামীসহ ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় একাধিক মামলার আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মাসকান্দা বাস স্ট্যান্ডের পাশে স্বদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে মোঃ মাসুম মিয়ার চায়ের দোকানের সামনে হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী আকুয়া ডন মোড়ের, রিপন মিয়া (২৭)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০১টি ধূসর রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত স্টিলের ফোল্ডিং ক্ষুর যার স্টিলের অংশে খোদাই করে ইংরেজীতে Gillette Plus লেখা ও প্লাস্টিকের বাটের উপর সোনালী রংয়ের ইংরেজীতে Gillette Plus লেখা, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৮.৫ (আট দশমিক পাঁচ) ইঞ্চি এবং বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৬ (ছয়) ইঞ্চি প্লাস্টিকের বাটসহ, একটি স্টিলের পাত যার সামনের অংশ সুচালো এবং পেছনের অংশে লাল রংয়ের কসটেপ দিয়ে প্যাঁচানো, যাহার দৈর্ঘ্য অনুমান ৪ (চার) ইঞ্চি, বাংলাদেশী টাকার একশত টাকার নোট ০২টি (১০০x২)=২০০/-(দুইশত) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ফকিরাকান্দা সাকিনস্থ আসামীদের নিজ নিজ বাড়ী হতে অন্যান্য মামলার পুরাতন আসামী ফসিল মিয়া (৫৫),ও ফারুক মিয়া (৩০), লাল মিয়া ওরফে লালে (২২), রবিন (১৯)কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)টিটু সরকার ১টি সিআর, এসআই (নিঃ) কুমোদলাল দাস ১টি ও জিআরসহ ২টি বডি তামিল করেন। জিআর বডি একজন হলেন আকুয়া ফিরোজ লাইব্রেরীর মোড়ের,মোঃ রিপন(২০), সিআর বডি একজন হলেন দাপুনিয়া,মোঃ মোস্তাফিজুর রহমান,উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।