উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে অপারেশন ৭ সিলেট ডোমেইনের সিলেট জেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম এর নির্দেশক্রমে এবং টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এর তত্ত্বাবধানে গত ২৯ ও ৩০ মে সিলেট ডোমেইনের বিয়ানীবাজার জোনের কানাইঘাট এরিয়া কর্তৃক নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং সিলেট জোনের আওতাধীন তেতলি দিরাই ও সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত মানুষের মধ্যে টিএমএসএস কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুই দিন ব্যাপি টিএমএসএস কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।তিনি দূর্গত মানুষের উদ্দেশ্যে বলেন টিএমএসএস যে কোন দূর্যোগের সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে। তিন আরো বলেন আপনারা ধৈর্য্য ধারণ করে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনাদের পেশার প্রতি মনোযোগী হন।সিলেট ডোমেইনের সহকারি ডোমেইন প্রধান মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট জোন প্রধান মোয়াজ্জেম হোসেন,বিয়ানীবাজার জোন প্রধান মোঃ রফিকুল ইসলাম,টিএমএসএসের প্রশাসন বিভাগের কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান,অঞ্চল প্রধান হারুন-অর-রশিদ,অঞ্চল প্রধান আব্দুস সালাম,অঞ্চল প্রধান সেলিম আহমেদ ফকির সহ সংশ্লিষ্ট এলাকার সকল শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। টিএমএসএস সংস্থার পক্ষ থেকে বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের মধ্যে ৫০০ জন কে ৫০০ শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২কেজি আলু ১কেজি ডাল,একটি ডেটল সাবান,১ লিটার সোয়াবিন তেল ও ১০পিচ খাবার স্যালাইন। ত্রাণ সামগ্রী বিতরণ সংক্রান্ত সর্বদা খোঁজ খবর রেখেছেন অপারেশন ২ ঢাকার ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম।সিলেটে বিভিন্ন বণ্যা দূর্গত এলাকার মানুষের মধ্যে দুই দিন ব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে করেন সিলেট ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক। দুই দিন ব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।