ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৯

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় একাধিক মামলার আসামীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হতে দস্যুতা পুরাতন মামলায় ১জন আসামী নূরে আলম (২০), পিতা-স্বপন মিয়া, সাং-সুসং দূর্গাপুর, মুন্সীপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ধোপাখোলা মোড় হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামীহিসাবে আব্দুর রহমান জুয়েল (৩০), পিতা-আলমাছ, আরজু (৩০), পিতামৃত-ইয়াকুব, উভয় সাং-পুরোহিতপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বাহাদুর সাকিন হতে পুরাতন নিয়মিত মামলার আসামী আঃ বারেক (৫০)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বাটি দাপুনিয়া নামকস্থানে  হতে মাদকদ্রব্য রাখার অপরাধে এবং দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে আসামী মোঃ আজাদ হোসেন (২২), পিতা-মৃত আবুল হোসেন, সাং-চোকাইতলা বড়বাড়ি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ) আনিছুর রহমান, ০১টি জিআর, এএসআই মঞ্জুরুল হক ০১টি সিআর এবং এএসআই(নিঃ) সাইফুল ইসলাম-২, ০১টি জিআর সহ মোট ০৩টি বডি তামিল করেন।জিআর বডি ০২জন ১। জামাল উদ্দিন, পিতামৃত-জয়নাল আবেদীন, সাং-নামা কোকিল, মনিরুল ইসলাম (২৫), পিতা-নজরুল ইসলাম, সাং-বোররচর মৃধাপাড়া সিআর বডি ০১জন ১। মোঃ নূরুল ইসলাম, পিত-আবুল হোসেন, সাং-চর বড়বিলা কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার