আইজিএ পরিদর্শন ঋণের টাকা প্রকল্পে বিনিয়োগ করতে হাবিব ব্যাংকের কান্ট্রি ম্যানেজারের আহবান

image

You must need to login..!

Description

পাবনা থেকে বিশেষ প্রতিনিধি আব্দুল খালেক পিভিএম ।।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের বগুড়া সদর কেন্দ্রীয় ২ শাখার কর্নপুরে সদস্য গ্রুপের আইজিএ পরিদর্শন ও মতবিনিময় করেন হাবিব ব্যাংকের কান্ট্রি ম্যানেজার মোঃ সেলিম বরকত।শাখার সদস্যদের মধ্যে আইজিএ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ের উপর শাখার সদস্য ও কর্মকর্তাদের সমন্বয়ে টিএমএসএস কর্মকর্তা ও হাবিব ব্যাংকের কর্মকর্তাদের সাথে ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ শীর্ষক এক মতবিনিময় সভা ৩১মে বগুড়া সদর কেন্দ্রীয় ২ শাখায় অনুষ্ঠিত হয়।
টিএমএসএসের সদর ২ শাখার ব্যবস্থাপক মোছাঃ সাবানা ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য দেন হাবিব ব্যাংকের কান্ট্রি ম্যানেজার মোঃ সেলিম বরকত।তিনি ঋণ গ্রহিতা সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার জন্য উপস্থিত সদস্যদের প্রতি আহবান জানান। তিনি প্রকল্পের মেয়াদ শেষ সময়ের মধ্যে ঋণের টাকা ফেরত দিতে সদস্যদের পরামর্শ দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান,পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান,পরিচালক আবুল বাশার ও উপপরিচালক মোঃ রেজাউল করিম। টিএমএসএসের উর্ধ্বতনরা মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। বক্তারা ঋণের যথাযথ ব্যবহার ও আই জি এ বসস্তবায়ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন।সদস্যদের মধ্যে যে যে প্রকল্পে ঋণ বিতরন করা হয়েছে তারা যেন ঋনের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করেন সেদিকে লক্ষ রাখতে মাঠ কর্মকর্তাদের প্রতি বক্তারা আহবান জানান।মতবিনিময়ে কর্মকর্তাদের মধ্যে জোনাল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা,এরিয়া ম্যানেজার মোঃ ,মোঃ আমিনুল ইসলাম ও গ্রুপের সকল সদস্য,এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার