স্বামীর সাথে অভিমানে স্ত্রীর নিজের গায়ে আগুনঃ অন্তঃসত্ত্বার মৃত্যু

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  স্বামী-স্ত্রীর কলহের জের ধরে স্বামীর ওপর অভিমানে স্ত্রী মোছা. মিম আক্তার (১৮) নামের চার মাসের অন্তঃসত্ত্বা দগ্ধ নারী চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। রাজধানীর শাহজানপুরের গুলবাগের একটি বাসায়  শনিবার (২৮ মে) বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় মিমকে উদ্ধার করে সেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেয়া হয়।

দগ্ধ মিমের মা পারভিন আক্তার অভিযোগ করে জানান, মিমের স্বামীর ওই এলাকাতে একটি ফ্লেক্সির দোকান রয়েছে। প্রতিদিন অনেক মেয়েরা আসে ওই দোকানে। এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে বলে তিনি অভিযোগ করে বলেন, এই বিষয় নিয়ে তার মেয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে। তার রুমে গিয়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন দেয়। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ নিয়ে আসলে ভর্তি করা হয়েছে। তিনি জানান, দুই বছর আগে আমার মেয়ের সঙ্গে প্রেম করে তারা বিয়ে করে, আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরো জানান, কুমিল্লার তিতাস থানার মাছিমপুর গ্রামের আরশাদ আলীর কন্যা মিম। বর্তমানে স্বামী রামিমকে নিয়ে শাহজাহানপুর বাগিচা এলাকার একটি বাসায় থাকেন। নিহত দুই বোন এক ভাই সে ছিল সবার মধ্যে বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহানপুর বাগিচা এলাকা থেকে মিম নামের এক নারী স্বামীর উপর অভিমান করে শরীরে আগুন দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার