হাবিব ব্যাংকের প্রতিনিধি দল বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন অফিসে সংস্থার কার্যক্রম পরিদর্শন

হাবিব ব্যাংকের প্রতিনিধি দল বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন অফিসে সংস্থার কার্যক্রম পরিদর্শন

BMTV Desk No Comments

পাবনা থেকে আব্দুল খালেক খান পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের বগুড়ার ফাউন্ডেশন অফিসে সংস্থার বিভিন্ন কার্যক্রম ১/৬/২২ তারিখ পরিদর্শন করেন হাবিব ব্যাংকের একটি প্রতিনিধি দল।কার্যক্রম পরিদর্শন শেষে টিএমএসএসের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাদের সাথে টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ডের উপর হাবিব ব্যাংকের প্রতিনিধি দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়। হাবিব ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাংকের কান্ট্রি ম্যানেজার মোঃ সেলিম বরকত। আলোচনায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড ও আইজিএ বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে টিএমএসএস কর্মকর্তা ও হাবিব ব্যাংক কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় করা হয়। সভায় সভাপতির বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।

অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন হাবিব ব্যাংকের কান্ট্রি ম্যানেজার মোঃ সেলিম বরক,টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ২ ডাঃ মতিউর রহমান,সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান,পরিচালক এইচ আর এডমিন পরিচালক শাহাজাদী বেগম,পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান,পরিচালক আব্দুস সালাম,পরিচালক আবুল বাশার,মোঃ একরামুল হক,অপারেশন ডোমেইন ১মোঃ রেজাউল করিম প্রমুখ আলোচনায় অংশ নেয়।আলোচনায় বক্তারা ঋণ গ্রহিতা সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বক্তারা সংশ্লিষ্ট প্রকল্পের মেয়াদ শেষ সময়ের মধ্যে ঋণের টাকা ফেরত দিতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। টিএমএসএসের প্রতিষ্ঠা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো বেগবান ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। মোঃ সেলিম বরকত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। বক্তারা ঋণের যথাযথ ব্যবহার ও আইজিএ বাস্তবায়ন বিষয় নিয়ে আলোচনা করেন।বক্তারা সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সদস্যদের মধ্যে যে যে প্রকল্পে ঋণ বিতরন করা হয়েছে তারা যেন ঋনের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করেন সেদিকে লক্ষ রাখতে মাঠ কর্মকর্তাদের প্রতি বক্তারা আহবান জানান।মতবিনিময়ে হাবিব ব্যাংকের রিলেশন অফিসার মীর মাসুদ হাসান,টিএমএসএসের সকল পরিচালকবৃন্দ,ডোমেইন প্রধান,উপপরিচালক ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

LATEST POSTS