You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় একাধিক মামলার আসামীসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার সেহড়া চামড়া গুদাম ধোপাখোলা এসএ পরিবহন অফিসের সামনে হতে নকল বিড়ি মামলার আসামী মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ আঃ রশিদ, সাং- ইমাদপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ এবং এজাহারনামীয় পলাতক আসামী ২।মোঃ সাকিব হাসান শাহিন (২৩), পিতা-আব্দুল জলিল, সাং-জঙ্গলপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর’কে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০২টি আকিজ বিড়ি বড় কাটুন যাহার পরিমান ০৩(তিন)হাজার প্যাকেট, যাহার বাজার মূল্য অনুমান ৫৩,৭০০/-(তিপান্ন হাজার সাতশত)টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ) মোঃ শাহজালাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জয়নুল আবেদীন পার্কের পূর্ব পাশ হইতে অপহরন মামলার আসামী ১। মোঃ এস প্রিমন মিয়া (১৯), পিতা-সায়েম আহম্মেদ ওরফে আব্দুল ওয়াদুদ, সাং-সাতুর, (উপজেলার পিছনে স্বপ্ননীড় বাসা), থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা, এপি/সাং-কলেজ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কমল সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার দাপুনিয়া বাজারস্থ জনৈক মাহমুদুল হাসান এর মালিকানাধীন খাদিজা মঞ্জিল এর সামনে
ময়মনসিংহ-ফুলবাড়ীয়া মহাসড়কের উপর হইতে মাদক মামলার আসামী ১। মোঃ মজনু (৩৬), পিতা-মৃতঃ আবুল কালাম, মাতা-মোছাঃ রোকেয়া বেগম সাং-গোষ্টা কান্দাপাড়া, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে
গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১৯৭(একশত সাতানব্বই)পিস ইয়াবা ট্যাবেলট, ওজন ১৯.৭(উনিশ দশমিক সাত)গ্রাম, মূল্য অনুমান ২৯,৫৫০/-(উনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ)টাকা
এবং ০১টি NOKIA 1600 মডেলের বাটন মোবাইল ফোন উদ্ধার করেন।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর লক্ষীপুর (ভাটিপাড়া)আসামীর নিজ সাকিনস্থ এলাকা হইতে নারী ও শিশু মামলার আসামী ১। মোঃ রাব্বিল ইসলাম (২৮), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সাং-চর লক্ষীপুর (ভাটিপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার নওমহল এলাকা হইতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী ১। শান্ত(১৯), পিতা-মিজান, সাং-পঁচা পুকুরপাড়, নওমহল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কালীবাড়ী এলাকা হইতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী ১।শ্রী সুমন চন্দ্র সরকার(২৮), পিতামৃতঃ কাজল চন্দ্র সরকার, সাং-বলাশপুর আবাসন (ব্রহ্মপুত্র চর), থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী ১।তানভীর(২২), পিতা-মোঃ মোস্তফা, সাং-মাসকান্দা গনসার মোড় (গোরস্থান রোড), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আমিনুর ইসলাম এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার ভাটি বারেরা ঢাকা বাইপাসের মোড় হইতে দস্যুতার মামলার আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (২৩), পিতা-মৃত রুস্তম আলী, সাং-নওমহল নন্দী বাড়ী, ২। মোঃ বাবু (২৫), পিতা-মৃত হিরা মিয়া, সাং-আকুয়া চৌরঙ্গী মোড়, ৩।মোঃ ইমতিয়াজ উদ্দিন @ রনি (২৯), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং-বাড়েরার পুল, সর্বথানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০৫(পাঁচ)পুরিয়া হেরোইন, ওজন ০৭(সাত)গ্রাম, মূল্য ৭০,০০০/-(সত্তর হাজার)টাকা, ০৪টি মোবাইল ফোন, বাংলাদেশী টাকার নগদ ৩,৩৭০/-(তিন হাজার তিনশত সত্তর)টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আকুয়া মাদ্রাসা কোয়াটার এলাকা হতে পুরাতন মামলার আসামী ১। মোঃ আনোয়ার হোসেন ওরফে রতন (৪২), পিতামৃত-আবু তাহের উদ্দিন, সাং-নওমহ নন্দীবাড়ী, সুলতান মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গাঙ্গীনার পাড় এলাকা হতে নারী ও শিশু মামলার আসামী ১।শতদল দাস (৩৪), পিতা-মৃতঃ অমল চন্দ্র দাস, সাং-পারুলিতলা, গাবতলী বাজার , উপজেলা/থানা- মুক্তাগাছা, জেলা – ময়মনসিংহ, বর্তমান ঠিকানা- ৪নং ডিএন চক্রবর্তী রোড , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) সোহেল রানা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া থানা এলাকা হইতে ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর বডি ০১জন ১। মোছাঃ রিফা খাতুন (২৮), স্বামীমৃতঃ বাবুল মিয়া, পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং- কালিকাপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।