নাটোর টিএমএসএসের মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ

image

You must need to login..!

Description

পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস-এসইপি মৎস্য উপ-প্রকল্পের আওতায় নাটোর ডোমেইনেে অধীন নাটোর জোন নিয়ন্ত্রণাধীন টিএমএসএসের মৌখাড়া শাখার ৬ জন মৎস্য উদ্যোক্তা চাষীদের মধ্যে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে তাদেরকে মৎস্য প্রদর্শণী খামার স্থাপনের জন্য মৎস্য উপকরন বিতরণ করা হয়। ১/৬/২২ তারিখ টিএমএসএসের মৌখারা শাখায় বিতরণ অনুষ্ঠিত হয়।
টিএমএসএসের অপারেশন ১ হেম এর উপপরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও উপকরণ বিতরণ করেন বড়াই গ্রাম যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু হানিফ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে নাটোর জোনের জোন প্রধান এ এস এম আরিফুল বাশার, নাটোর অঞ্চল প্রধান, গুরুদাসপুর অঞ্চল প্রধান,প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস,ফোকাল পারসন,এসইপি প্রকল্প,স্থানীয় মৎস্য চাষী, টিএমএসএসের মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা,টিএমএসএসের বিভিন্ন সদস্য এ অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে টিএমএসএসের ৬ জন উপকারভোগী সদস্যদের মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার শতাধিক মৎস্য চাষী ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার