বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ মিস্ত্রির মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ মিস্ত্রির মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ভালুকায় গভীর নলকূল স্থাপনের সময় অসাবধানতাবশত পিডিবির তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাল মিয়া (৪২) নামে এক নলকূপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পে। তিনি মল্লিকবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, নলকূপ স্থাপনের সময় অসতর্কতাবশত উপরে থাকা পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে টিউবওয়েলের পাইপের স্পর্শ লাগে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সজীব রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে নিহত জামাল মিয়ার লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।