ত্রিশালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ত্রিশালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা (৩০)। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিলেন। বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রিজ এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা শালবন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।