You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র মামলার আসামীসহ০৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় অস্ত্র মামলার আসামীসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পৌর সুপার মার্কেট হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে খাগডহর ঘুন্টির আলাল উদ্দিন ওরফে আলাল(৪২)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজের মোড়ে জনৈক মোঃ মোজাম্মেল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী -মুক্তিযোদ্ধা আবাসন পল্লীর মোঃ নয়ন (২৯)কে গ্রেফতার করা হয়।আসামীর নিকট হতে একটি স্টীলের ফোল্ডিং চাকু, যার লম্বা অনুমান ১৬.৮ সেন্টিমিটার, ফোল্ডিং অবস্থায় অনুঃ ৯.৩ সেন্টিমিটার, যার একপাশ ধারালো, বাটেরএক পাশে সোনালী রংয়ের পাত স্ক্রু দ্ধারা আটকানো, উক্ত পাতে উপর খোদাইকৃত বিভিন্ন চিহ্ন বিদ্যমান উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার সুতিয়াখালী সাকিনস্থ মোঃ আঃ জলিল এর বাড়ীর পাশে পাকা রাস্তার উপর হতে অস্ত্র মামলার আসামী ভাবখালীর (দড়ি ভাবখালী পুরাতন বাজার), মোঃ রাসেল মিয়া(২৮)কে গ্রেফতার করেন।আসামীর নিকট হতে একটি দেশীয় তৈরী পাইপগান, যাহা কালো রংয়ের কসটেপ দিয়ে প্যাচাঁনো, যার ব্যারেলসহ সম্পূর্ন দৈর্ঘ্য অনুমান ১২.৩ ইঞ্চি, যাহার সামনের ব্যারেলের দৈর্ঘ্য অনুমান ৫ ইঞ্চি, ব্যারেল ব্যতীত দৈর্ঘ্য অনুমান ৭.৯ ইঞ্চি, যাহাতে রিকয়েল স্প্রিং ও ককিং হ্যান্ডেল সংযুক্ত ও তার পরিহিত প্যান্টেরর সামনের বাম পকেট হইতে ২। একটি পুরাতন কালো রংয়ের itel বাটন মোবাইল ফোন,যাহার মডেল নম্বর- it2171B যাহার সিম নম্বর ০১৯৯৭-৩০৬৩২৭ উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বাউন্ডারী রোড হতে নিয়মিত মামলায় তদন্তে প্রাপ্ত আসামী -আকুয়া হাজী বাড়ীর খন্দকার মাসুদুল হক (৫১), কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে উচ্চ স্বরে চিল্লাচেল্লি করার অপরাধে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী ১। তোতা মিয়া (২৫), পিতামৃত-আঃ খালেক, সাং- চর শিহারী, থানা-ঈম্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) রাশেদুল ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া থানা এলাকা হইতে ০১টি জিআর বডি তামিল করেন। জিআর বডি খন্দকার মাসুদ ওরফে শফিকুল ইসলাম ওরফে ক্যাপ মাসুদ (৪২, পিতমৃত-শামসুর রহমান, সাং-আকুয়া হাজী বাড়ী, থানা-কোতোয়ালী কে গ্রেফতার করেন। । উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।