বিএমটিভি নিউজ ডেস্কঃ
ঘুম না হওয়ায় হারপিক খেয়ে সাব্বির আহম্মেদ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১ জুন) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলায় সাতানীতে।
বৃহস্পতিবার শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।
নিহত সাব্বির আহম্মেদ শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, টানা ৪ দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছিলেন না সাব্বির। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এ অবস্থায় বুধবার (১ জুন) সকালে নিজ বাড়ির বাথরুমে গিয়ে হারপিক পান করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে যায়। এ সময় অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ জুন) বিকেলে মারা যান তিনি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে সাব্বির আহম্মেদ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।