You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ধর্ষণ মামলার আসামী, ডাকাতির চেষ্টা মামলার ৬ আসামীসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত, ধর্ষণ মামলার আসামী, ডাকাতির চেষ্টা মামলার ৬ আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম বাসষ্ট্যান্ড সংলগ্ন বলাশপুর মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধের পিছনে ব্রহ্মপুত্র নদের পাড় হতে ডাকাতির চেষ্টা মামলায় মোট ৬জন আসামীকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে একটি ৩৬ ইঞ্চি কাটার, একটি অনুমান ৩৫ ইঞ্চি লোহার পাইপ, একটি চাকু যাহা বাট সহ লম্বা অনুমান ১৩ ইঞ্চি, যাহার একপাশ ধারালো, একটি ষ্টীলের ফোল্ডিং চাকু যাহা লম্বা অনুমান ৮ ইঞ্চি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন কোতোয়ালী বলাশপুর আবাসন নদীরপাড়ের সাইম(২১), সানকিপাড়া আব্দুল্লাহ গলির, নাহিদ(১৯), আকুয়া মোড়লপাড়া, আল মামুন (২৬), ও রতন ওরফে রতন চোর (৩৩), ও তারাকান্দা থানার ,বাহেলার (মাদ্রাসার সাথে), রিপন (২৫), ও বাহেলা উত্তরপাড়া,র রাসেল মিয়া (২৩)।
এসআই(নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ন চক শ্যামরামপুর আসামীদ্বয়ের নিজ সাকিনস্থ এলাকা হতে পুলিশ (র্যাব) এসল্ট মামলায় এজাহার নামীয় কোতোয়ালী, চক শ্যামরামপুর গ্রামের ২জন আসামী ১। মোঃ আয়নুল হক (৩৫) পিতা-মৃতঃ লিয়াকত আলী, ২। মোঃ আল আমিন (২০), পিতা-মৃতঃ আমছর আলী, উভয় সাং-
থানা- জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কাতলাসেন গ্রামের নয়নের (পিতা-মৃত মনোয়ারুল ইসলাম) বসত ভিটার সামনে খোলা জায়গা হতে যার পাশে সরকারী বৈদ্যুতিক ল্যাম্প পোষ্ট এর স্থান হতে মাদক ব্যবসায়ী ফুলবাড়িয়া থানার কালিবাজাইল গ্রামের মোঃ জহিরুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে চার গ্রাম হেরোইন, মূল্য চল্লিশ হাজার টাকা, একটি সাদা নীল রংয়ের বাটন Winstar মোবাইল ফোন, যার মডেল নং-W15, কালো নীল রংয়ের VIVO Y12s মডেলের একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন, একটি লাল ও কালো রংয়ের Pulsar150 মোটর সাইকেল এবং নগদ বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটের সর্বমোট এগার হাজার নয়শত আশি টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম গাজীপুর জেলায় অভিযান চালিয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা হতে ধর্ষন মামলার আসামী মুক্তাগাছা থানার কান্দুলিয়ার গ্রামের মোঃ সাকিল (২০) কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নিয়মিত মামলার আসামী -ঘাটাইল শ্যামলী পশ্চিমপাড়ার মোঃ সাজ্জাত হোসেন স্বাধীন (১৭), কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নিয়মিত মামলার আসামী চরখরিচার মোঃ আবু তালেব (৫২)কে গ্রেফতার করেন।
ইন্সপেক্টর (নিঃ)ওয়াজেদ আলী এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নিয়মিত মামলার আসামী উজান ঘাগড়ার মোঃ এনাম (৪০),কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) মাহফুজুর রহমান এবং জহিরুল ইসলাম প্রত্যেকে ১টি করে সিআর বডি, এএসআই মিজানুর রহমান ১টি জিআর বডি এবং এসআই(নিঃ) আশিকুল হাসান ১টি সিআর সাজা বডি তামিল করেন।
সিআর সাজাপ্রাপ্ত বডি কোতোয়ালীর ,রশিদপুরের মোঃ মাসুম ফকির, সিআর বডি ২জন হলেন বলাশপুরের তাহমিদ হোসেন বাপ্পি(৩৫),ও বয়ড়া, (কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড়) আজিজুল ইসলাম,।
জিআর বডি -কোতোয়ালীর চর কালিবাড়ী, মোঃ শাহবুদ্দিন (৪৫), কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।