বগুড়ায় টিএমএসএসের উদোগে মধু ও মুড়ি বিতরণ

বগুড়ায় টিএমএসএসের উদোগে মধু ও মুড়ি বিতরণ

BMTV Desk No Comments

পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।

 

উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে বগুড়ার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পুষ্টি গুন সম্পন্ন মধু বিতরণ অনুষ্ঠান টিএমএসএসের বিনোদন জগত সংলগ্ন তৌফিকুল আলম টিপু মঞ্চে ৩/৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়। টিএমএসএসের প্রতিষ্ঠা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এলাকার গরীব দুঃস্থদের মধ্যে পিওর মধু ও মুড়ি সামগ্রী বিতরণ করেন।

টিএমএসএসের পরিচালনা পর্ষদের উপদেষ্টা এক্স ট্রেজারার লায়ন আয়েশা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পিওর মধু ও মুড়ি খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।তিনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান। টিএমএসএসের রিলেজিয়াস কমপ্লেক্সের উৎপাদিত হাতে ভাজা মুড়িও বিতরণ করা হয়। টিএমএসএস নির্বাহী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে চার শতাধিক গরীব দুঃস্থদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কার্যক্রম ৬ ডোমেইন প্রধান সাজ্জদুল বারী সুমন,সাফোলা কোম্পানির প্রতিনিধি,টিএমএসএসের পরিচালনা পর্ষদ সদস্য,উপদেষ্টা,বিভিন্ন বিভাগ প্রধানগণ উপস্থিত ছিলেন।টিএমএসএসের আয়োজনে গরীব দুঃস্থদের মাঝে পিওর মধু সামগ্রী সফোলা কোম্পানি করোনায় পুষ্টি হী মানুষের মধ্যে বিতরণের জন্য প্রদান করছেন। মধু ও মুড়ি বিতরণ অনুষ্ঠানে এলাকার বহু গন্যমান্য ব্যক্তি বর্গ, এনজিও কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের কর্মকর্তা নির্বাহী পরিচালকের একান্ত সচিব(প্রশাসন) মোঃ আঃ হান্নান। উল্লেখ্য পর্যায়ক্রমে আরও বহু মানুষের মধ্যে মধু ও মুড়ি বিতরণ করা হবে।