You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সদরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া মাহিন্দ্রাকে ঠেলে প্রায় ১ কিলোমিটার নিয়ে গেছে ট্রেন। এ ঘটনায় সিদ্দিকুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিদ্যাগঞ্জ চৌহানিয়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, সদরের চর নিলক্ষিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকা মুসল্লিদের একটি দল দুটি মাহিন্দ্রা গাড়িতে করে জামালপুর শৈলীকান্দার এক পিরের বাড়িতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। সদর উপজেলার বিদ্যাগঞ্জ চৌহানিয়া রেলক্রসিংয়ে যেতেই মাহিন্দ্রা গাড়িটি রেললাইনে আটকে যায়। এমন সময় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস আসতে দেখে সব যাত্রী নেমে যায়। কিন্তু সিদ্দিকুর রহমান নামতে পারেননি। মাহিন্দ্রা গাড়িটিকে ট্রেন ধাক্কা দিয়ে প্রায় ১ কিলোমিটার নিয়ে যায়। ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান মারা যান।
কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক বলেন, সকালের দিকে বিদ্যাগঞ্জ চৌহানিয়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাহিন্দ্রার এক যাত্রী মারা গেছেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, এমন কোনো ঘটনা জানা নেই। বিদ্যাগঞ্জ চৌহানিয়া রেলক্রসিং অনেক দূরে। এ কারণে কোনো খবর খুব সহজে পাওয়া যায় না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।